চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর হাট বাজার, সড়ক ও দোকানে মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে দফায় দফার ‘কঠোর’ লকডাউনের মধ্যেই খুলে দেওয়া হয়েছে দোকান,শপিংমল।
প্রশাসনের তেমন কোনো নজরদারি না থাকায় চাটমোহরের বিভিন্ন হাট বাজার, পৌর শহরের সড়ক ও দোকানে দোকানে ছিল উপচেপড়া অসংখ্য মানুষের ভিড়। অধিকাংশ মানুষের মুখে মাস্ক ছিলনা, নাই সামাজিক দূরত্ব। মানুষ বেপরোয়াভাবে চলাফেরা করেছে। সবখানে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
হাট বাজার ও মার্কেটের দোকানগুলোতে প্রচন্ড ভিড় দেখা যাচ্ছে। ছিলনা কোন সামাজিক দুরত্ব বা স্বাস্থ্যবিধি মানার বলাই। দোকানীর কোন প্রকার সুরক্ষা সামগ্রী রাখেনি। ইচ্ছেমতো চলাচল ও বেচাকেনা চলেছে।
বড় ধরনের লোকসমাগমের স্থানগুলোতে নিষেধাজ্ঞা জারি করা হলেও প্রশাসনের নজরদারি না থাকায় মানুষ কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করছে না। অধিকাংশ মানুষের মুখে মাস্ক ছিলনা। রাস্তায় ব্যাপকহারে যানবাহনে মানুষ চলাচল করেছে।