চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রা
চারঘাট ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে আটটার দিকে চক গোচর গ্রামের আছব আলীর বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।
এ সময় বাড়ির লোকজন চিৎকার দিলে এলাকার লোকজন দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এ ঘটনার সংবাদ পেয়ে চারঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। চারঘাট ফায়ার সার্ভিসের ইনচার্জ মোজাম্মেল হক বলেন অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন ও উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস এম শামীম আহমেদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে লোক পাঠানো হয়েছিলো। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকারিভাবে সহযোগিতা করা হবে বলে তিনি জানান।