চিংড়ি ঘেরের বেড়া দেয়ায় ভাইপো কর্তৃক কাকা ও ভাইদের পিটিয়ে আহত


পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় চিংড়ি ঘেরের বেড়া দেয়ায় ভাইপো কর্তৃক কাকা ও ভাইদের পিটিয়ে আহত করেছে। আহতদেরকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার হাঁড়িয়া গ্রামের চন্দ্র কান্ত বিশ্বাসের ছেলে বাবুলাল বিশ্বাস ও কাকা সৃষ্টিধর বিশ্বাসের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বুধবার সকাল ৭টায় সৃষ্টিধর বিশ্বাস ঘেরে বেড়া দিতে গেলে বাবুলাল, শংকর ও পংকজ বিশ্বাস বেধড়ক লাঠি পেটা করে সৃষ্টিধর ও ছেলে তন্ময় বিশ্বাসের মাথা পাঠিয়ে দেয়।

 

এ সময় তাদের ঠেকাতে গেলে চম্পক, নিউটন, ক্লিনটন ও ভূধর আহত হয়। আহতদের এলাকাবাসী ও স্বজনরা উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পাইকগাছা থানায় অভিযোগ হয়েছে।

 

বাবুলাল বিশ্বাস জানান, আমার কাকা আমাদের জমিতে ঘেরে যাওয়া-আসার পথে বেড়া দিতে যায়।

 

এ সময় তারা বাঁধা দিলে আমাকে ও আমার বাবাকে পিটিয়ে আহত করে।

 

ওসি এজাজ শফী জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।