চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭


চীনের দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। ৪৭ জন যাত্রী নিয়ে বাসটি রোববার গুইঝো প্রদেশের মহাসড়কে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

চীনে এটিকে গত বছরের সবচেয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বলছে সরকার। দুর্ঘটনাটি ঘটেছে গুইঝো প্রদেশের প্রত্যন্ত এলাকায়। যেখানে সংল্যাঘুদের বসবাস বেশি। খবর ভয়েস অব আমেরিকার।

খবরে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। আহত ২০ জনকে জরুরিভিত্তিতে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি স্থানীয় পুলিশ।

গত জুনে গুইঝো প্রদেশে একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে চালক নিহত হন। একই বছরের মার্চে চীনের একটি উড়োজাহাজ দুর্ঘটনায় ১৩২ জন মারা যান। যা গত কয়েক দশকে চীনে ঘটে যাওয়া সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা।