উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজো রয়েছে আট ম্যাচ। চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে সালসবুর্গ। ইংলিশ লিভারপুলের প্রতিপক্ষ ইতালিয়ান আতালান্তা। ইন্টারমিলানের মাঠে অ্যাওয়ে ম্যাচ রিয়াল মাদ্রিদের।
আতলেতিকোর অতিথি লোকোমতিভ মস্কো, অলিম্পিক মার্সেই মুখোমুখি হবে পোর্তোর, আয়াক্স-মিদজিল্যান্ড লড়াই; ছয়টি ম্যাচই শুরু হবে রাত ২টায়। রাত ১১টা ৫৫ মিনিট রয়েছে দুই ম্যাচ, বরুশিয়ার লড়াই শাখতার দোনেস্কের সাথে, হোম ম্যাচে অলিম্পিয়াকোসের প্রতিপক্ষ ম্যানসিটি।
চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বের চতুর্থ সপ্তাহ। সান সিরোতে হোম ম্যাচ ইন্টারমিলানের; প্রতিপক্ষ চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে সাকসেসফুল টিম রিয়াল মাদ্রিদ। অ্যালেক্সিস সানচেজ, লাউতারো মার্টিনেজ, রোমেলু লকাকুদের নিয়ে অ্যাটাকিং কৌশল কোচ অ্যান্তোনিও কন্তের। ইন্টারন্যাশনাল ব্রেকের পর ফিরে লিগ ম্যাচে ভিয়ারিয়ালের সাথে ড্র করে খুব একটা স্বস্তিতে নেই রিয়াল মাদ্রিদ।
তবে, চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের হোম ম্যাচ ৩-২ ব্যবধানে এগিয়ে থাকায় আত্মবিশ্বাসী গ্যালাকটিকোরা। ইনজুরিতে সার্জিও রামোস, ফেডরিকো ভালভার্দে, কোভিড পজিটিভ ফরোয়ার্ড লুকা জোবিচকে পাচ্ছেন না কোচ জিনেদিন জিদান। করিম বেনজেমার ফেরায় কিছুটা টেনশন কমেছে রিয়াল বসের।