ছেলের মা হলেন শ্রেয়া ঘোষাল


ভারতের জনপ্রিয় প্লেব্যাক শিল্পী শ্রেয়া ঘোষালের ভক্তদের জন্য সুখবর! এই সুকণ্ঠী প্রথমবারের মতো ছেলে সন্তানের মা হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর শেয়ার করেছেন শ্রেয়া ঘোষাল নিজেই।

টুইট করে শ্রেয়া জানিয়েছেন, ‘আজ বিকেলে ঈশ্বরের কৃপায় আমাদের কোল আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে পুত্র সন্তান। এটা এমন এক আবেগঘন মুহূর্ত যা কোনভাবেই কোনদিন এর আগে অনুভব করিনি। শিলাদিত্য এবং আমার পরিবারে খুশি যেন উপচে পড়ছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সুখময় জীবনে এমন অসাধারণ আশীর্বাদের জন্য।’

২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বাঙালি ঐতিহ্যিক আয়োজনে শৈশবের বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল। বিয়ের আগে প্রায় ১০ বছর প্রেম করেন তাঁরা।

 

হিন্দি চলচ্চিত্রের গানের অন্যতম প্রিয় মুখ শ্রেয়া ঘোষাল। অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তাঁর ঝুলিতে। হিন্দির পাশাপাশি বাংলা, কন্নড়, তামিল ও তেলেগু ভাষার সিনেমাতেও গান করেন এই সুন্দরী গায়িকা।