জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদ-বাংলাদেশের আঞ্চলিক কমান্ডারসহ আটক ২


নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদ-বাংলাদেশ (হুজি-বি) এর আঞ্চলিক কমান্ডার সহ ২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরের দিকে রাজশাহী নগরীর খড়খড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম জানান, আরএমপির একটি বিশেষ দল রাজশাহী নগরীর খড়খড়ি এলাকায় চেকপোস্ট চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদ-বাংলাদেশ (হুজি-বি) এর রাজশাহী-খুলনার আঞ্চলিক কমান্ডার মুফতি ইব্রাহিম খলিল (৪১) ও নব্য সদস্য ও সমন্বয়কারী আব্দুল আজিজ ওরফে নোমান (২৩)।


আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা সবাই হুজি-বি এর নেতা মুফতি হান্নান এর অন্যমত সহযোগী আটককৃত নেতা আতিকুল্লাহ ওরফে জুলফিকার (গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক রয়েছে) এর নির্দেশনায় হুজি-বি কে পূনর্গঠনের কাজ করে এবং তাদের সাথে আরো চারজন ছিল যারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পলাতক আসামীদের নাম ঠিকানা সংগ্রহপূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।#