এন.আই. মানিক, জলঢাকা, নীলফামারী : শনিবার রাতে জলঢাকা উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গণঅধিকার পরিষদের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণঅধিকার পরিষদ (জিওপি) মোঃ সোহাগ হোসেনের সভাপতিত্বে উদ্বোধন করেন মোঃ তাইজুল ইসলাম, সভাপতি, গণঅধিকার পরিষদ, জলঢাকা উপজেলা শাখা, শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ জাহাঙ্গীর আলম, মুন্না, উদার, প্রধান অতিথির বক্তব্যে আ.লীগ এর প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ ফারুক হোসেন, সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র, গণঅধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন মামুনুর রশীদ বিন ইয়ামিন, হানিফ খান, ফারুক হাসান প্রমূখ।