এন.আই মানিক, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: জলঢাকায় মাস্ক না পড়ায় পথচারীসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ৩০ জনকে ৫ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর, জিরোপয়েন্ট মোড় ও পেট্রোল পাম্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস আবারও মহামারী আকার ধারণ করায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শক্ত অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্কবিহীন ব্যক্তিদের মাস্ক পড়িয়ে দেন তিনি।
সহকারী কমিশনার (ভূমি) সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া বলেন, ১০টি মামলায় ৩০জনকে মাস্ক না পড়ায় তাদের অর্থদন্ড করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।