জাতীয় শোক দিবসে রাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি


প্রেস বিজ্ঞপ্তি: ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে সপুরা বিসিক এলাকার রাস্তার আইল্যান্ডে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।