এ সহ-সভাপতি মোঃ মাহফুজুল আলম লোটন, মোঃ ডাবলু সরকার, মোঃ মোস্তাক হোসেন,মোঃ রমজান আলী, সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী অনু , অতিরিক্ত সাধারন সম্পাদক মোঃ শামসুজ্জামান রতন, যুগ্ম-সম্পাদক নাজমীর আহমেদ আমান, রাসেল জামান, কোষাধ্যক্ষ মোঃ জিয়া হাসান আজাদ হিমেল ও নির্বাহী সদস্য মীর তৌফিক আলী ভাদু, মোঃ রেজাউল ইসলাম বাবুল, মোঃ সিরাজুর রহমান খান, আলী আফতাব তপন, শেখ আনসারুল হক খিচ্চু, মোঃ আব্দুস সোহেল, মোঃ মুকিতুজ্জামান জুরাত, মোঃ নজরুল ইসলাম সরকার, মোঃ তৌরিদ আল মাসুদ রনি, মোঃ আব্দুল মোমিন, শিরাজী ইমরুল হাসনাইন, মোঃ রোকনুজ্জামান, মোঃ মোঃ মামুনার রশীদ, মোঃ আকবর আলী , মোঃ একরামুল হক , রাফিকা খানুম ছবি ও মমতাজ মহলসহ সাধারন পরিষদেও সদস্য ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।