নিজস্ব প্রতিবেদক: জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অনিল মারান্ডী’র ২য় মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকাল ১০.৩০টা রাজশাহী জেলার গোড়াগাড়ী উপজেলার পাঁচগাছিয়া গ্রামে অনিল মারান্ডী’র সমাধিতে শ্রদ্ধার্ঘ নিবেন এবং সকাল ১১টায় সুন্দরপুর গনপাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, সহ-সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন পাহান, নাটোর জেলা সভাপতি প্রদীপ লাকড়া, রাজশাহী জেলা সাধারন সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, গোদাগাড়ী উপজেলা সাবেক সভাপতি নন্দলাল টুডু, সভাপতি রবীন হেমব্রম, প্রয়াত অনিল মারান্ডীর সহধর্মিনী অগাস্টিনা মূর্মূ, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নবদ্বীপ লাকড়া প্রমূখ। এছাড়াও আদিবাসী পরিষদের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রয়াত অনিল মারান্ডী’র আদিবাসী অধিকার আদায়ের জীবন সংগ্রাম তুলে ধরেন বক্তারা। বক্তারা বলেন, অনিল মারান্ডী ছিলেন আদিবাসী তথা শোষিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজপথের লড়াকু যোদ্ধা। উল্লেখ্য, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অনিল মারান্ডী ২০১৯ সালের ৭ জানুয়ারি সোমবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাঁচগাছিয়া গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর তার বয়স হয়েছিল ৬৫ বছর। জীবদ্দশায় তিনি জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।