ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-ডিপিডিসি’র করা দুইটি মামলায় জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম গাউসকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এলাকা থেকে ফতুল্লা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আদালতে হাজির করা হলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
গোলাম গাউস নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার মাসদাইর গাবতলী এলাকার প্রয়াত আব্দুল খায়েরের ছেলে।
এ বিষয়ে ফতুলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ডিপিডিসির একটি মামলায় গোলাম গাউসের তিন বছরের সাজা হয় এবং অপর একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
নারায়ণগঞ্জের খেলোয়াড় বাছাই থেকে উঠে আসা গাউস ১৯৮৬ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত পিডব্লিউডিতে খেলেন। ১৯৮৯ সালে যান ঢাকা আবাহনীতে। ১৯৯০-৯৫ পর্যন্ত প্রথম আবাহনীর হয়ে খেলেন ঢাকা লিগে। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে খেলেছেন ১৯৯৬-২০০০ সাল পর্যন্ত। ১৯৮৬ সালে কাতারে যান জাতীয় যুবদলের হয়ে। স্ট্রাইকার ও মিডফিল্ডের এই খেলোয়াড় ১৯৯১ সালে কলকাতা ইস্টবেঙ্গলের হয়ে কলকাতা লিগেও খেলেছেন।