জাতীয় নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেয়া হবে না: কৃষিমন্ত্রী


জাতীয় নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বলেন -বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র। আত্মমর্যাদা রক্ষায় কাউকে ছাড় দেয়া হবে না।

বুধবার (১৬ নভেম্বর) মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কৃষি উদ্ভাবনী মেলা ও আধুনিক কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের উদ্বোধন করেন মন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. আব্দুর রাজ্জাক বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আর জেলা প্রশাসক পুলিশ সুপাররা, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করবেন।

ড. আব্দুর রাজ্জাক আরো বলেন, বিএনপিও নির্বাচনে আসবে। তারা এর আগেও নির্বাচন কেন্দ্র করে সহিংসতা করেছে। এবার সেই সহিংসতার পথ বেছে নিলে তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ার করে দেন তিনি।