জানুয়ারিতে মাঠে ফিরবেন নেইমার


এ বছর আর মাঠে নামতে পারবেন না প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) ব্রাজিলীয় তারকা নেইমার। বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি।

এক বিবৃতিতে পিএসজি জানায়, নেইমারের চোটটা এখনও রয়েছে। তার চিকিৎসা চলছে। তবে আশা করা হচ্ছে, জানুয়ারিতেই মাঠে ফিরতে পারবে নেইমার।

ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে খেলবে পিএসজি। এই ম্যাচে নেইমারকে ঠিকই পাচ্ছে ফরাসি চ্যাম্পিয়নরা।

গত ১৩ ডিসেম্বর লিওঁর বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন নেইমার। ম্যাচের অতিরিক্ত সময়ে নেইমারকে বাজে এক ট্যাকল করেছিলেন লিওঁ মিডফিল্ডার থিয়াগো মেন্দেস। অসহ্য যন্ত্রণা নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন ব্রাজিল তারকা। ওই ফাউলের জন্য শাস্তি হিসেবে লাল কার্ডও দেখেন মেন্দেস।