জায়েদ খানের ডিগবাজি


ছবি : মিডিয়া ইমপ্রেশনের ফেসবুক পেজ থেকে নেওয়া

ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত নায়ক জায়েদ খান। জায়েদ খান যা করেন, তাই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে ‘মিস্টার অ্যান্ড মিসেস গ্ল্যামার’ (সিজন ৩)-এর ফাইনাল রাউন্ডে বিচারকের দায়িত্ব পালন করতে গিয়েছিলেন জায়েদ খান।

সেদিন বিচারকার্য পরিচালনার পাশাপাশি অন্যদের অনুপ্রাণিত করতে একটি গানের নাচের সঙ্গে দুই হাতে ভর দিয়ে ডিগবাজি দিয়েছেন এই অভিনেতা। যা রীতিমতো নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

তবে এবারও এই কাণ্ড নিয়ে ইতিবাচক এই অভিনেতা। ডিগবাজি সম্পর্কে গণমাধ্যকে জায়েদ খান বলেন, “আমি ছোটবেলা থেকে স্পোর্টসম্যান ছিলাম। খেলাধুলা করেছি, বডি ফিট রেখেছি। যার কারণে আমার বডি সাপোর্ট করে। মেরুদণ্ড ও শরীর সাপোর্ট না করলে আপনি পড়ে যাবেন। সেই হিসেবেই মনে হলো র‌্যাম্পে একটা ডিগবাজি দিয়ে দিই এবং সেটি করলাম।’

ব্যাকগ্রাউন্ডে যে গানটা বাজছিল সেটা ‌‘অন্তর জ্বালা’ সিনেমার একটি গান।