পাইকগাছা প্রতিনিধি : সাবেক সংসদ সদস্যএ্যাড,সোহরাব আলী সানা খুলনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সোমবার দুপুরে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন। পরে দলীয় কর্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিতহয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় সাবেক সংসদসদস্য সোহরার আলী সানা বলেন, আমি সকলকে সাথে নিয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে নিব।
এ সময় উপস্থিত ছিলেন খায়রুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান মোড়ল, গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুলামীন বিশ্বাস, কওসার আলী জোয়াদ্দার, চিত্ত রজ্ঞন মন্ডল, বাবুলাল বিশ্বাস। উল্লেখ্য খুলনা জেলা আওয়ামী লীগের ৭৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। রোববার ২০১৯-২০২২ মেয়াদের এ কমিটি ঘোষণা করেন তিনি। সদ্য অনুমোদিত কমিটিতে পাইকগাছা উপজেলা হতে ৮ জন স্থান পেয়েছেন।
জেলা আওয়ামী লীগে সহ-সভাপতি এ্যাডভোকেট সোহরাব আলী সানা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ রাশিদুল ইসলাম রাশেদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা মোহাম্মদ শেখ শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, উপ প্রচার সম্পাদক খায়রুল আলম, নির্বাহী সদস্য উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, শেখ মনিরুল ইসলাম ও শেখ আনিসুর রহমান মুক্ত।