জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে আবারো হোসনে আরা পাখি নির্বাচিত


ছবি-জেলা পরিষদ নির্বাচনে ভোলাহাট-৪ আসনের সাধারণ সদস্য পদে আবারো নির্বাচিত হলো, হোসনে আরা পাখি।

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: শান্তিপূর্ণ পারবেশের মধ্যদিয়ে শেষ হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন। সোমবার সকাল ৯টা হতে বিকেল ২টা পর্যন্ত চলে ভোট। পরে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এবারের চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ভোলাহাট-৪ আসনে (ভোলাহাট, গোহালবাড়ী, দলদলী ও জামবাড়ীয়া) মাত্র ৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, হাতী প্রতীকের প্রার্থী মোসাঃ হোসনে আরা পাখি। সর্বমোট ৫৫টি ভোটের মধ্যে হাতী প্রতীকের প্রার্থী পেয়েছেন, ২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী উম্মে নুরজাহান নিশি তালা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন, ১৬টি ভোট ও হারুন অর রশিদ টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন, ১৬ ভোট।

এছাড়াও সংরক্ষিত নারী ওয়ার্ড-২ (গোমস্তাপুর, ভোলাহাট ও শিবগঞ্জ)-এ তিনটি উপজেলার মধ্যে ভোলাহাটে মহিলা আওয়ামীলীগ নেত্রী শাবিহা শবনম কেয়া মোট ভোটে ৫৫টির মধ্যে তিনি পেয়েছেন, ফুটবল প্রতীকে ৩৮টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী শামিম জাহান সারা পেয়েছেন, মাইক প্রতীক নিয়ে ১৭টি ভোট।

নির্বাচন চলাকালীন সময়ে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বে নিয়োজিত ছিলেন, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম ও প্রিজাইডিং অফিসারের দায়িত্বে নিয়োজিত ছিলেন, ভোলাহাট উপজেলা মৎস্য অফিসার ওয়ালিউর রহমান।