নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : আগামী ১৭ অক্টোবর২০২২খ্রিঃ অনুষ্ঠিত হবে নওগাঁ জেলা পরিষদের নির্বাচন। নির্বাচনে সদস্য পদে নিয়ামতপুর উপজেলা থেকে এককভাবে মনোনয়ন ফরম দাখিল করেন শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বুলু। বুধবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল আমিনের কাছে এ মনোনয়ন ফরম জমা দেন তিনি।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ,
সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, পাঁড়ইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ, মানবাধিকার কমিশন নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী বজলুর রশিদ,
উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক রফিজ উদ্দিন, সহ যুবলীগ, ছাত্র লীগের নেতৃবৃন্দ।