ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: জ্যৈষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনে অন্যায়ভাবে গ্রেফতার করে নির্যাতনের বিচার ও নি:স্বর্ত মুক্তির দাবিতে ভোলাহাট প্রেসক্লাব ২০ মে বৃহস্পতিবার সকাল ১১টায় মানববন্ধন করে। আন্তর্জাতিক খ্যাতিসম্পূন্ন ও দেশের প্রথমসারির পত্রিকা দৈনিক প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে নির্যাতন ও হেনস্তা করার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় ভোলাহাট প্রেসক্লাবের সংবাদকর্মী ও সামাজিক সংগঠনের সদস্যগণ উপস্থিত থেকে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে মানববন্ধনে অংশ নেয়। ভোলাহাট প্রেস ক্লাবের সভাপতি গোলাম কবির পিকুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি তাজাম্মুল হক আরাফাত, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, অনলাইন মহানন্দার সম্পাদক শাহীন আলম, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভোলাহাট প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক রবিউল ইসলাম ও শরিফুল ইসলাম শরীফ, সাংবাদিক ডাঃ ইসমাইল হোসেন, ভোলাহাট সুজন’র উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক বিএম রুবেল আহমেদ, বরেন্দ্র নিউজ অনলাইন সম্পাদক জামিল হোসেন, সাপ্তাহিক ভোলাহাট সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক আলী হায়দার, প্রেসক্লাব দপ্তরী গরিবুল ইসলাম, শহীদুল ইসলামসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম, দূর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে প্রথম আলো পত্রিকায় প্রতিবেদন করেন জৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। এনিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দূর্নীতিবাজ আমলাদের কুকীর্তি শাক্ দিয়ে মাছ ঢাঁকতে রোজিনা ইসলামকে হেনস্থা ও নানা কৌশলে নির্যাতন করা হয়। তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। রোজিনা ইসলামের বিরুদ্ধে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির জোর দাবী জানানো হয় মানববন্ধনে।