মোহনপুর প্রতিনিধি: রাজশাহী মোহনপুরে ডাসকো ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন, বিএমজেড ও নেটজ্ বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায়, তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’ ‘কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দিবে তথ্য অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে মোহনপুর উপজেলা চত্বরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯শে নভেম্বর ২০২৪) ইং তারিখে মোহনপুর উপজেলা চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়।
নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ (যুক্ত) প্রকল্পের আয়োজনে, মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।
স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ এনামুল হক খান লিটন, ডাসকো ফাউন্ডেশন, যুক্ত প্রকল্প রাজশাহী।
এরপর রোড শো, স্টল পরিদর্শন, আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা, নাটক প্রদর্শন, গম্ভীরা ও পুরষ্কার বিতরন।
উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ মোঃ আরিফুল কবীর, উপজেলা সমাজসেবা অফিসার, ইমাম হাসান শামীম। উপজেলা তথ্য আপা, রুপালী খাতুন, জেলা ম্যানেজার, গ্রাম আদালত প্রকল্প, মোঃ লুৎফর রহমান, রাজশাহী।জাতীয় দৈনিক আজকের জনবানী প্রতিনিধি রতন কুমার প্রামানিক, দৈনিক কালবেলা ও নতুন প্রভাত প্রতিনিধি, মোঃ মুত্তাকিন আলম সোহেল, উপস্থাপনায় শেফালী খাতুন ফিল্ড ফ্যাসিলটেটর ডাসকো ফাউন্ডেশন (যুক্ত)প্রকল্প, এছাড়াও উপস্থিত ছিলেন সিএসও সদস্য, শিক্ষক, ছাত্র/ছাত্রী ও সুধীজন।