এন.আই.মানিক, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: বুধবার ডিমলা বালাপাড়া সেল এর আয়োজনে তেভাগা আন্দোলনের কনিষ্ঠ কর্মী ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের সংগঠক, কৃষকের অকৃতিম বন্ধু, ওয়ার্কাস পার্টির নেতা কমরেড মনির উদ্দীন ভাসানীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ওয়ার্কাস পাটির জেলা কমিটির সদস্য ও বালাপাড়া সেলের সম্পাদক কমরেড হাফিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য কমরেড নজরুল ইসলাম হক্কানী, বিশেষ অতিথি বাংলাদেশ ওয়ার্কার্স পাটির নীলফামারী জেলা সভাপতি কমরেড তপন কুমার রায়, সাধারণ সম্পাদক কমরেড আবিদ হোসেন, কেন্দ্র কমিটির কমিটি বিকল্প সদস্য রুহুল আমিন মাস্টার, তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সফিয়ার রহমান প্রমূখ।
সঞ্চালনে ডিমলা উপজেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সোহেল হোসেন।