ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে দুই জনের মৃত্যু


স্টাফ রিপোর্টার:  ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মৃত রোগীরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সামেনা (৩৯) ও পাবনার সুজানগর উপজেলার কামরুল (২৮)।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম ইয়াজদানী বলেন, রামেক হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও ১২ জন। এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৩জন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছে ৪ রোগী। তবে রাজশাহী জেলায় ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম। অন্যান্য জেলা থেকে আক্রান্ত হয়ে রামেকে চিকিৎসা নিচ্ছেন অনেকে। হাসপাতালের ১০টি ওয়ার্ডে চলছে তাদের চিকিৎসা। তবে এজনকে আইসিইউতে রাখা হয়েছে। গত ২৪ ঘন্টায় এখানে দুই জনের মৃত্যু হয়েছে। রামেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হলো বলে জানান হাসপাতাল পরিচালক।