ড্রেনের পাশে সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে রাসিক মেয়র


প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী মহানগরীর ড্রেনের পাশে রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রবিবার দুপুরে বোসপাড়া পুলিশ ফাঁড়ি হতে টিকাপাড়া ঈদগাহ পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ ও টিকাপাড়া গোরস্থানের উত্তর পাশ হতে ওলির বাড়ী হয়ে শিরোইল মঠপুকুর মোড় পর্যন্ত ড্রেনের পাশে ১ দশমিক ১৪ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন মেয়র।

 

এ সময় কাজের মান ও অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন মেয়র মহোদয়।

 

উল্লেখ্য, ‘রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণার্থে নর্দমা নির্মাণ প্রকল্প’ এর আওতায় যান্ত্রিক পদ্ধতিতে স্বল্প সময়ের মধ্যে নর্দমার কাঁদামাটি অপসারণের নিমিত্তে প্রকল্পভূক্ত ১০টি প্রাইমারি নর্দমার পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।