ঢাকায় পূজা করবেন মিথিলা, মুম্বাই থেকে আসবেন সৃজিত


সৃজিত-মিথিলা দম্পতি। ছবি : সংগৃহীত

কলকাতার বধূ হওয়ার পর পূজা উৎসবকে আলাদা গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। সে কারণে ওপার বাংলার গণমাধ্যমে মিথিলার পূজাভাবনা বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হচ্ছে।

কলকাতার আনন্দবাজার পত্রিকাকে মিথিলাকে জানিয়েছেন, এবারের দুর্গাপূজায় স্বামী সৃজিত মুখার্জি মুম্বাইয়ে থাকবেন। সে কারণে মন খারাপ এড়াতে এবার ঢাকায় পূজা করবেন অভিনেত্রী। তবে মুম্বাই থেকে সরাসরি বাংলাদেশে আসবেন সৃজিত।

এবারের পূজার কেনাকাটা প্রসঙ্গে মিথিলা জানিয়েছেন, ‘মা আর বোনের জন্য কলকাতা থেকে শাড়ি কিনেছি। আয়রার জন্য আমাকে আর কিছুই কেনাকাটা করতে হয়নি। কত কত উপহার পেয়েছে সে! নিজের জন্যও কিছুই কেনা হয়নি। সৃজিত বাংলাদেশে গিয়ে কেনাকাটা না করে থাকতেই পারে না। তাই ওর পূজার কেনাকাটা বাংলাদেশেই হবে বলে মনে হচ্ছে।’

বর্তমানে সৃজিত ব্যস্ত আছেন ভারতীয় নারী ক্রিকেটের আইকন মিতালি রাজের আলোচিত বায়োপিক ‘সাবাশ মিতু’ নির্মাণে।

বহু আলোচনা-সমালোচনার পর ২০১৯ সালের ৬ ডিসেম্বর সৃজিত মুখার্জির ঘরের বউ হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।