তানোরের রাজনীতির মাঠে জেলা কৃষকলীগ নেতার প্রচারণা


তানোর প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, রাজশাহীর তানোর উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কৃষি ক্ষেত্রের উন্নয়ন চিত্র  নিয়ে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন রাজশাহী জেলা কৃষক লীগ সভাপতি, অধ্যক্ষ মোঃ তাজবুল ইসলাম।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষদের মাঝে কৃষি ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত হ্যান্ডবিল নিয়ে তানোর ও গোদাগাড়ীর বিভিন্ন জায়গাতে প্রচার প্রচারনা চালাচ্ছেন রাজশাহী জেলা কৃষক লীগ সভাপতি, অধ্যক্ষ মোঃ তাজবুল ইসলাম বলে জানাগেছে।
২৮ আগস্ট সমবার তানোর উপজেলার বেশ কিছু স্থানে প্রচার প্রচারনা চালাতে দেখা যায় রাজশাহী জেলা কৃষক লীগ সভাপতি, অধ্যক্ষ মোঃ তাজবুল ইসলাম কে । তবে তানোরে প্রচার-প্রচারণা চলাকালীন সময়ে তানোরের স্থানীয় কোন নেতাকর্মীদের তাঁর সাথে দেখা যায় নি।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে কৃষকদের প্রতিনিধি হিসেবে মনোনয়ন প্রত্যাশী রাজশাহী জেলা কৃষক লীগ সভাপতি, অধ্যক্ষ মোঃ তাজবুল ইসলাম।