তানোরে ছুরিকাঘাতে স্ত্রী ও পুত্রকে হত্যা ঘাতক স্বামী গ্রেপ্তার


এইচএম.ফারুক, তানোর থেকেঃ রাজশাহীর তানোরে ছুরিকাঘাতে স্ত্রী ও পুত্রকে হত্যার ঘটনা ঘটিয়েছে এক স্বামী। মহল্লা বাসী ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার মুন্ডমালা পৌর এলাকার পাঁচন্দর মহল্লায়। খবর পেয়ে তানোর থানা পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল থেকে নিহত স্ত্রী ও পুত্রের লাশ উদ্ধার ও ঘাতক স্বামীকে আটক করে থানায় নিয়ে আসেন।
নিহত স্ত্রীর নাম নিপা খাতুন (২৬) ও পুত্র নুর মোহাম্মদ (৭)। নিপা মুন্ডমালা পৌর এলাকার পাঁচন্দর মহল্লার আব্দুর রহিমের কন্যা। ঘাতক স্বামীর নাম আলিউল (৩০) সে পাঁচন্দর ইউপির মোহাম্মদপুর পূর্ব পাড়া গ্রামের মৃত সিদ্দিকের পুত্র।
এঘটনায় তানোর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ চলে আসছিলো।
এরই জের ধরে স্ত্রী নিপা তার পুত্র নুরকে নিয়ে পাঁচন্দরস্থ বাবার বাড়িতে দীর্ঘদিন ধরে অবস্থান করছিলো।
এরই সুত্র ধরে স্বামী আলীউল শনিবার বিকেলে ধারালো ছুরি হাতে শ্বশুর বাড়িতে প্রেবেশ করে স্ত্রী ও পুত্রকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় মহল্লাবাসী তাকে আটক করেন।