তানোরে ফিস্টুলা রোগ নির্মূলে সাংবাদিকদের সাথে ল্যাম্ব হাসপাতালের মতবিনিময় সভা


তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে নারীদের ফিস্টুলা রোগ নির্মূলে সাংবাদিকদের সাথে ল্যাম্বের সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত (টিএইচও) শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ ফরিদ হোসেন। এ সময় ল্যাম্ব হাসপাতালের রাজশাহী জেলা সমন্বয়কারী রুহুল আমীনের সঞ্চালনায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ডাঃ তাহমিনা খাতুন (এফএরএরইআই) এছাড়াও মনিটরিং-কোডিনেটর ছিলেন সাদিয়া আক্তার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে, বিলম্বিত প্রসব, বাধাগ্রস্থ প্রসব, জরুরি প্রসূতি সেবার অভাব, তলপেট ও জরায়ুতে অপরেশন, অদক্ষ ধাত্রীসহ নানা কারণে নারীদের ফিস্টুলা রোগ হয়ে থাকে। তবে, চর ও দূর্গমাঞ্চলে এ রোগ বেশি দেখা দেয়। নারীদের এমন রোগ নির্মূলে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করতে হবে। এজন্য হটলাইন ০১৭১৪-০৬৫৫১৪ নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।