তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা মৎস্যজীবী লীগের আয়োজনে উপজেলা চেয়ারম্যানের বাসভবনে মৎস্যজীবী লীগ আহবায়ক কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা মৎস্য জীবী লীগের আহ্বায়ক রেজাউল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য জীবীর লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর রহমান, জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মনিরুজ্জামান মনি, যুগ্ন আহবায়ক মেরাজুল ইসলাম মতিন, পছন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাম কমল সাহা,দপ্তর সম্পাদক চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বক্কর।