
অপরদিক পৃথক অভিযানে ২ মাদক সেবীকে গ্রেপ্তার করেন তানোর থানা পুলিশ। পরে গ্রেপ্তার দুইজনকে পুরিশ তানোর সহকারী কমিশনার (ভুমি) আবিদা সিফাতের কাছ হাজির করা হলে। ভ্রাম্যমান আদালত বসিয়ে গ্রেপ্তার দুইজনকে ৬ মাস করে করে কারাদন্ড ও ১শ’ টাকা করে অর্থ দন্ড করেন
তানোর সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত। এরা হলেন তানোর পৌর এলাকার গুবির পাড়া মহললার আব্দুর রহমানের পুত্র আব্দুর রহমত আলী (৪২) ও আমশো মহল্লার মৃত সৈয়দ আলীর পুত্র ফজলু (৪০)।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, গ্রেপ্তারকৃত আকরাম হোসেন তানোর থানা তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী। এর আগেও সে কয়েকবার গ্রেপ্তার হয়েছে।
তারপরও সে গোপনে এলাকায় হেরোইন ও ইয়াবার ব্যবসা করে আসছিলো। তাকে হাতে নাতে গ্রেপ্তারের চেষ্টা চলছিলো।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় তানোর খানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি বলেন, মাদকের বিষয়ে কোন ছাড় দেয়া হবেনা। তানোরকে মাদক মুক্ত করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।