তানোর সাব-রেজিষ্টারের বিদায় সংবর্ধনা


তানোর প্রতিনিধি : রাজশাহী তানোরে সাব-রেজিষ্টার মোছা:মমতাজ বেগমকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এউপলক্ষে আজ ৬ জানুয়রি বুধবার সকালের দিকে দলিল লেখক সমিতি ও সাব-রেজিষ্ট্রি অফিসের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি দলিল লেখক সমিতির আহবায়ক আলহাজ্ব ফাইজুল ইসলাম।

 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মহিদুল হক।তানোর দলিল লেখক সমিতির সদস্য সচিব আলহাজ্ব খাইরুল ইসলাম ও সিনিয়র মুহুরি উত্তম কর্মকারের পরিচালনায় বিষেশ অতিথির বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলহাজ্ব তাসির উদ্দিন,সাবেক সভাপতি আলহাজ্ব ওমর আলী,সাবেক সভাপতি আকতার হোসেন, সিনিয়র মুহুরি আলহাজ্ব আরসাদ আলী, সাবেক সাধারন সম্পাদক গোলাম রাব্বানী, সিনিয়র মুহুরি রায়হান, দুলাল হোসেন, আলহাজ্ব আব্দুস সামাদ, আব্দুস সালাম,আলহাজ্ব আকরাম আলী,আলহাজ্ব ফয়েজ উদ্দিন,এবাদুল্লাহ,রাজ্জাক,দেলোয়ার সাইদ, মনিরুজ্জামান, আব্দুস সবুর, রবিউল, সারোয়ার হোসেন প্রমুখ।

 

এসময় দলিল লেখক সমিতির সদস্যবৃন্দু ছাড়াও অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্হিত ছিলেন।