মুক্তির মাত্র তিন দিনে বক্স অফিসে ‘রং দে’ বেশ ভালো সংগ্রহ করেছে, ছাড়িয়েছে ১০ কোটি রুপি।
দক্ষিণ ভারতীয় তারকা নীতিন ও কীর্তি সুরেশ অভিনীত ‘রং দে’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত ২৬ মার্চ। ভেঙ্কি আটলুরি পরিচালিত এ রোমান্টিক-কমেডি-ড্রামা বক্স অফিসে প্রথম দিন ভালোই সংগ্রহ করে। দ্বিতীয় দিনও ভালো সংগ্রহ এ সিনেমার। আর তৃতীয় দিন সাপ্তাহিক ছুটির দিনে সাড়ে তিন কোটি সংগ্রহ করেছে সিনেমাটি। যদিও ‘বাহুবলি’ তারকা রানা দাগ্গুবতির ‘অরণ্য’ সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে ‘রং দে’-কে।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, ‘রং দে’ দর্শকের নজর কেড়েছে। দারুণ গল্প আর নীতিন ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা কীর্তি সুরেশের রসায়ন এবং গান ও সিনেমাটোগ্রাফি পছন্দ করেছেন তাঁরা। আর তার প্রভাব পড়েছে বক্স অফিসে।
এবার সিনেমাটির ব্যবসা প্রসঙ্গে আসা যাক। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দিন অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় ‘রং দে’ সংগ্রহ করেছে ৪.৬২ কোটি রুপি। দ্বিতীয় দিনে এ সিনেমার সংগ্রহ ২.৫৪ কোটি রুপি। আর তৃতীয় দিনে সংগ্রহ ৩.৫ কোটি রুপি। তিন দিনে এ সিনেমার মোট সংগ্রহ দাঁড়িয়ে ১০.১৬ কোটি রুপি।
সিতারা এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘রং দে’ প্রযোজনা করেছেন সূর্যদেবারা নাগা বামসি। সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। সিনেমাটিতে নীতিন-কীর্তি ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন নরেশ, কৌশল্যা, ব্রাহ্মজি, ভেন্নেলা কিশোর, অভিনব গোমাতম, সুহাস, বিনীত প্রমুখ।