তিন ফরম্যাটে আলাদা দলের পক্ষে দ্রাবিড়


ক্রিকেটারদের ওপর চাপ কমাতে তিন ফরম্যাটে আলাদা দল করার পক্ষে মত দিয়েছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। করোনাভাইরাসের মধ্যে ভারতের জন্য এটি স্বল্পমেয়াদে সমাধান বলে জানালেন দেশটির ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের এই কোচ।

বর্তমানে জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) পরিচালক  হিসেবে কাজ করছেন দ্রাবিড়। তবে আগামী মাসে সীমিত ওভারের  সিরিজ খেলতে ভারতের দ্বিতীয় সারির দলের কোচ হিসেবে শ্রীলঙ্কা সফরে যাবেন তিনি।

ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, আগামী ১৩ জুলাই শুরু হতে যাওয়া সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত ও শ্রীলঙ্কা। সিরিজের নেতৃত্বে থাকবেন ওপেনার শিখর ধাওয়ান। কারণ আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বিরাট কোহলির নেতৃত্বে দল।

শ্রীলঙ্কা সফরে কোচের দায়িত্ব পাওয়া দ্রাবিড় ভারত ছাড়ার আগে বলেন, ‘স্বল্প মেয়াদে হওয়া এই দলটি অনেক খেলোয়াড়ের ওপর চাপ কমিয়ে দিবে। এক খেলোয়াড়ের পক্ষে সব নিয়মকানুনের মধ্যে দিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। দীর্ঘমেয়াদের জন্য আরও অনেক আলোচনার প্রয়োজন হবে।’

শ্রীলঙ্কা সফরের আগে মুম্বাইতে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করেছে ভারতীয় দল।

দ্রাবিড় আরও বলেন, ‘এই স্কোয়াডে অনেক খেলোয়াড় রয়েছেন, যারা টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করতে নিতে নিজেদের অবস্থাকে শক্ত করার চেষ্টা করবে। আশা করছি দল ভালো করবে, সিরিজ জয় করতে পারবে। নির্বাচকদের নজরে আসতে পারবে ।’

এদিকে ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে। তাই দেশটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে না। আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হবে আসরটি। আর স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আরব আমিরতে শেষ করতে চায় বিসিসিআই।