দেশে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ হাজার ৫৪৪ জনে।
একই সময়ে নতুন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ২৭৩ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৭১১ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২২৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৩ হাজার ৬৭৬ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ৩ জন। এ পর্যন্ত পুরুষ মারা গেছেন মোট ৫ হাজার ২৪ জন আর নারী ১ হাজার ৫২০ জন।
মারা যাওয়া ২০ জনের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ৩ জন করে, খুলনা বিভাগে ২ জন আর রাজশাহী ও রংপুর বিভাগে ১ জন করে রয়েছেন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এর মধ্যে গত ৫ নভেম্বর মৃত্যুর সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যুর খবর আসে ৩০ জুন। –ব্রেকিংনিউজ/