নাজমুল হোসেন (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের দারুল ইসলাম মডেল দাখিল মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় দারুল ইসলাম মডেল মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানে
আয়োজন করা হয়।
এতে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,দারুল ইসলাম ট্রাস্টের চেয়ারমান ও জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম।
দারুল ইসলাম মডেল দাখিল মাদরাসা অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি
আলী আজগর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারুল ইসলাম ট্রাস্টের সেক্রটারী মাওলানা আব্দুস সালাম,ট্রাস্টের সদস্য অধ্যক্ষ আলী আলম, অধ্যক্ষ মীর আশরাফ আলী, মাস্টার মঈদুল আলম,মডেল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সহসভাপতি অধ্যাপক ড. খ ম আব্দুর রাজ্জাক, আলোকদিয়া ইসলামিয়া মডেল ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা মোস্তফা মাহমুদ, চরছোনগাছা ফাজিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা জাহাঙ্গীর আলম, মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী আজগর সহ অন্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।