দিনাজপুর প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৪ই জানুয়ারী) বেলা ১২টার দিকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ডিজিটাল এক্স-রে মেশিনের উদ্বোধন করেন দিনাজপুর -৬ আসনের সাংসদ শিবলী সাদিক এমপি।
পরে হলরুমে আলোচন সভা অনুষ্ঠিত হয় । এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ শাহাজান আলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগমসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।