দিনাজপুরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার


মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলা থেকে কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা পুকুর খননকালে মূর্তিটি দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ ও একদল পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে।



বৃহস্পতিবার (১লা এপ্রিল) পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী বড়দল গ্রামের শরপাহার মহিলা সমবায় সমিতির পুকুর খনন করার সময় প্রাচীনকালের কষ্টি পাথর এর একটি মুর্তি পাওয়া যায়।

 

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান জানান, উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী বড়দল এলাকা থেকে বিষ্ণু কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়েছে। তবে এটি কষ্টি পাথরের কি না তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়।

 

পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ বলেন, নিয়ম মাফিক মূল্যবান কষ্টি পাথরের মূর্তিটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে। কয়েকশ বছর আগে হিন্দু জমিদাররা পূজা অর্চনার জন্য বিষ্ণু মূর্তিটি তৈরী করেছিল ধারনা করা হচ্ছে।