দিনাজপুরে নতুন করে সদরে ২৫ জন সহ জেলায় মোট ৩০ জন করোনা শনাক্ত 


মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর: গত ২৪ ঘন্টায় দিনাজপুরে ৩০ জন কোভিড -১৯ শনাক্ত এরমধ্যে (সদর-২৫, বিরল-১, বোচাগঞ্জ-২,চিরিরবন্দর-১,/কাহারোল-১), নতুন করে সুস্থ হয়েছে ১৫ জন (সদর-৯,বিরল-১,কাহারোল-১,পার্বতীপুর-৪)। এ নিয়ে জেলায় মোট রোগী -৫০৭৬ জন,  মোট সুস্থ -৪৭২২ জন, মোট মৃত্যু-১০৪ জন।
সোমবার (১২ এপ্রিল)  দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এ বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, দিনাজপুরে গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আর টি পিসি আর ল্যাব হতে ১৫০ টি নমুনা ফলাফলের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে দিনাজপুরে ৩০ টি নমুনা ফলাফলের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।
দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৫০৭৬ জন, সুস্থ হয়েছে ৪৭২২ জন, মৃত ব্যক্তির সংখ্যা ১০৪ জন। আক্রান্তদের মধ্যে
*সদরে ২৭২৮ জন(সুস্থ ২৪৯৬ জন ), (মৃত্যু -৪৩ জন)
*বিরলে ২৯৯ জন(সুস্থ ২৮৮ জন),(মৃত্যু-৭ জন)
*নবাবগঞ্জে ১৪২ জন (সুস্থ ১৩৪ জন), (মৃত্যু-৩ জন)
*ফুলবাড়ীতে ১৮০ জন (সুস্থ ১৬৭ জন), (মৃত্যু-৮ জন)
*পার্বতীপুরে ৪২১ জন (সুস্থ ৩৯৮ জন),(মৃত্যু -৮ জন)
*বোচাগঞ্জে ১৪৭ জন (সুস্থ ১৩৭ জন),(মৃত্যু-৪ জন)
*ঘোড়াঘাটে ৯০ জন(সুস্থ ৮৮ জন),
*কাহারোলে ১৬৮ জন (সুস্থ ১৬০ জন),(মৃত্যু -৫ জন)
*হাকিমপুরে ৮৭ জন(সুস্থ ৮৫ জন),,(মৃত্যু -১ জন)
*চিরিরবন্দর ২১৩ জন (সুস্থ ১৯৮ জন),(মৃত্যু -১০ জন)
*বিরামপুর ৩২৮ জন (সুস্থ ৩১৭ জন),(মৃত্যু -৬ জন)
*বীরগঞ্জ ১৫৯ জন (সুস্থ ১৪৫ জন),(মৃত্যু-৫ জন)
*খানসামা ১১৪ জন (সুস্থ ১০৯ জন),(মৃত্যু-৪ জন)।
এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছে ২১৯ জন, হাসপাতালে ভর্তি ৩১ জন, শনাক্তের হার-২১.৮৯%।
২৪ঘন্টায় নমুনা সংগ্রহ=১৩৭,মােট নমুনা সংগ্রহ=৩৮০০৭, ২৪ঘন্টায় নমুনা পরীক্ষা=১৫০,মােট নমুনা পরীক্ষা=৩৫৩৭৪, ২৪ঘন্টায় কোয়ারেন্টাইন=১০৭,মােট কোয়ারেন্টাইন=৩১০৮২, ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র =৭৬,মােট কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র=৩০৬৪০।