দিনাজপুরে নতুন করে সদরে ২২ জন সহ জেলায় মোট  ২৬ জন করোনা শনাক্ত 


মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর: গত ২৪ ঘন্টায় দিনাজপুরে ২৬ জন কোভিড -১৯ শনাক্ত এরমধ্যে (সদর-২২, কাহারোল-১, খানসামা-১,নবাবগঞ্জ-২), নতুন করে সুস্থ হয়েছে ৯ জন ( সদর-৯) । এ নিয়ে জেলায় মোট রোগী -৪৯৭৯ জন,  মোট সুস্থ -৪৬৮০ জন, মোট মৃত্যু-১০৪ জন।
বুধবার (৭ এপ্রিল)  দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এ বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, দিনাজপুরে গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আর টি পিসি আর ল্যাব হতে ১০৮ টি নমুনা ফলাফলের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে দিনাজপুরে ২৬ টি নমুনা ফলাফলের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।
দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৪৯৭৯ জন, সুস্থ হয়েছে ৪৬৮০ জন, মৃত ব্যক্তির সংখ্যা ১০৪ জন। আক্রান্তদের মধ্যে
*সদরে ২৬৫৫ জন(সুস্থ ২৪৬৭ জন ), (মৃত্যু -৪৩ জন)
*বিরলে ২৯৮ জন(সুস্থ ২৮৬ জন),(মৃত্যু-৭ জন)
*নবাবগঞ্জে ১৩৯ জন (সুস্থ ১৩৪ জন), (মৃত্যু-৩ জন)
*ফুলবাড়ীতে ১৭৭ জন (সুস্থ ১৬৫ জন), (মৃত্যু-৮ জন)
*পার্বতীপুরে ৪১৬ জন (সুস্থ ৩৯৩ জন),(মৃত্যু -৮ জন)
*বোচাগঞ্জে ১৪৫ জন (সুস্থ ১৩৭ জন),(মৃত্যু-৪ জন)
*ঘোড়াঘাটে ৮৯ জন(সুস্থ ৮৮ জন),
*কাহারোলে ১৬৭ জন (সুস্থ ১৫৮ জন),(মৃত্যু -৫ জন)
*হাকিমপুরে ৮৬ জন(সুস্থ ৮৫ জন),,(মৃত্যু -১ জন)
*চিরিরবন্দর ২১২ জন (সুস্থ ১৯৬ জন),(মৃত্যু -১০ জন)
*বিরামপুর ৩২৭ জন (সুস্থ ৩১৭ জন),(মৃত্যু -৬ জন)
*বীরগঞ্জ ১৫৪ জন (সুস্থ ১৪৫ জন),(মৃত্যু-৫ জন)
*খানসামা ১১৪ জন (সুস্থ ১০৯ জন),(মৃত্যু-৪ জন)।
এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছে ১৭৫ জন, হাসপাতালে ভর্তি ২০ জন, শনাক্তের হার-২৪.০৭%।
২৪ঘন্টায় নমুনা সংগ্রহ=১২১,মােট নমুনা সংগ্রহ=৩৭৪৯১, ২৪ঘন্টায় নমুনা পরীক্ষা=১০৮,মােট নমুনা পরীক্ষা=৩৪৮৬১, ২৪ঘন্টায় কোয়ারেন্টাইন=১০১,মােট কোয়ারেন্টাইন=৩০৭২২, ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র =৫৫,মােট কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র=৩০৩৮৭।