দিনাজপুরে লিচু বাগান হতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার বাহারপুর লিচু বাগানের ভিতর হতে মোঃ আশরাফুল হক (২৫) নামক এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কাহারোল থানার পুলিশ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) এ ঘটনা টি ঘটে।  নিহত মোঃ আশরাফুল হক (২৫) কাহারোল উপজেলার দক্ষিণ মহেশপুর গ্রামের মৃত সাহাজউদ্দীন এর পুত্র। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন বলে এলাকাবাসীরা জানান।
পুলিশ সুত্রে জানা গেছে, দুপুরে কাহারোল থানা পুলিশ লাশের সুরতহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছন।