
নিহত মোস্তফা কামাল উপজেলার রামডুবি এলাকার মোহসিন আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, সকালে বাইসাইকেলে দিনাজপুর শহরে যাচ্ছিলেন মোস্তফা কামাল। পথে বটতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যান দুটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে মোস্তফা কামালের সাইকেলটিকে চাপা দেয়। এতে সাইকেলটি কাভার্ড ভ্যানের নিচে আটকে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোস্তফা কামালের মৃত্যু হয়।
দিনাজপুর কোতয়ালী থানার এএসআই নবকুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক ও স্টাফরা পালিয়ে গেছেন।