মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর: দিনাজপুরের সদর উপজেলায় পরিচালিত অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার আইন ২০০৯ লঙ্ঘনজনিত কারণে প্রশাসনিক ব্যবস্থায় ১৫,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মঙ্গলবার (৬ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধায়নে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের প্রদত্ত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মমতাজ বেগমের নেতৃত্বে উক্ত জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মমতাজ বেগম জানান, দিনাজপুর সদর উপজেলার বাহাদুর বাজার এ চারটি দোকানে মূল্য তালিকা না থাকায় ১০,০০০ টাকা এবং সুইহারির শাহিন স্টোরকে ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ নুডলস, সাবান বিক্রয়ের প্রদর্শনের জন্য ৫০০০টাকা সহ সর্বমোট ১৫,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় অভিযানে সহযোগিতা করেন, জেলা বাজার কর্মকর্তা সিভিল সার্জন দিনাজপুর মহোদয়ের প্রতিনিধি ও র্যাব ১৩ দিনাজপুর এর একটি টিম।