মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর: গত ২৪ ঘন্টায় দিনাজপুরে ৭৬ জন কোভিড -১৯ শনাক্ত এরমধ্যে (সদর-৬০, বিরল-১, বিরামপুর-১,বীরগঞ্জ-১, বোচাগঞ্জ -৩, চিরিরবন্দর -৬, ফুলবাড়ী-২, ঘোড়াঘাট-১, নবাবগঞ্জ -১), নতুন করে সুস্থ হয়েছে ১৫ জন ( সদর-৭, হাকিমপুর-৫, পার্বতীপুর-৩, । এ নিয়ে জেলায় মোট রোগী -৬৪৪৩ জন, মোট সুস্থ -৫৬৯৫ জন, মোট মৃত্যু-১৪৪ জন।
বুধবার (১৬ জুন) দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এ বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, দিনাজপুরে গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আর টি পিসি আর ল্যাব হতে ১৯৫ টি নমুনা ফলাফলের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে দিনাজপুরে ৭৬ টি নমুনা ফলাফলের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।
দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৬৪৪৩ জন, সুস্থ হয়েছে ৫৬৯৫ জন, মৃত ব্যক্তির সংখ্যা ১৪৪ জন। আক্রান্তদের মধ্যে
সদরে ৩৬৮৪ জন(সুস্থ ৩২০২ জন ), (মৃত্যু -৭১ জন),
বিরলে ৩৫৩ জন(সুস্থ ৩৩২ জন),(মৃত্যু-৮ জন),
নবাবগঞ্জে ১৬৪ জন (সুস্থ ১৫৩ জন), (মৃত্যু-৩ জন),
ফুলবাড়ীতে ২১৬ জন (সুস্থ ১৯১ জন), (মৃত্যু-৮ জন),
পার্বতীপুরে ৪৯৯ জন (সুস্থ ৪৬০ জন),(মৃত্যু -১১ জন),
বোচাগঞ্জে ১৭৪ জন (সুস্থ ১৫৩ জন),(মৃত্যু-৫ জন),
ঘোড়াঘাটে ৯৬ জন(সুস্থ ৯৩ জন),
কাহারোলে ১৭৪ জন (সুস্থ ১৬৭ জন),(মৃত্যু -৫ জন),
হাকিমপুরে ১৩৫ জন(সুস্থ ১০৬ জন),,(মৃত্যু -১ জন),
চিরিরবন্দর ২৫৭ জন (সুস্থ ২২৮ জন),(মৃত্যু -১২ জন),
বিরামপুর ৩৭৯ জন (সুস্থ ৩২৬ জন),(মৃত্যু -১০ জন),
বীরগঞ্জ ১৮৫ জন (সুস্থ ১৬৪ জন),(মৃত্যু-৬ জন),
খানসামা ১২৭ জন (সুস্থ ১২০ জন),(মৃত্যু-৪ জন)।
এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছে ৫৬৭ জন, হাসপাতালে ভর্তি ৮৪ জন, শনাক্তের হার-৩৮.৯৭%।
২৪ঘন্টায় নমুনা সংগ্রহ=২০২,মােট নমুনা সংগ্রহ=৪৬২১৯, ২৪ঘন্টায় নমুনা পরীক্ষা=১৯৫,মােট নমুনা পরীক্ষা=৪২৮০৮, ২৪ঘন্টায় কোয়ারেন্টাইন=২৩০,মােট কোয়ারেন্টাইন=৩৫৭০৯, ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র =৯০,মােট কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র=৩৪৫৭৪।