দিনাজপু‌রে পরবর্তী নি‌র্দেশনা না দেয়া পর্যন্ত বিভিন্ন নি‌ষেধাজ্ঞা জারি করা হ‌য়ে‌ছে


মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর: দিনাজপুর জেলার সকল রাজ‌নৈ‌তিক, সামা‌জিক, সাংস্কৃ‌তিক, ধর্মীয় সকল জনসমা‌বে‌শের উপর নি‌ষেধাজ্ঞা জারি করা হয়েছে । এছাড়াও বি‌নোদন কেন্দ্র, পার্ক, পর্যটন এলাকা, কো‌চিং সেন্টার, ক‌মিউ‌নি‌টি সেন্টার প‌রিচালনায় পরবর্তী নি‌র্দেশনা না দেয়া পর্যন্ত নি‌ষেধাজ্ঞা জারি করা হ‌য়ে‌ছে।

 

মঙ্গলবার (৩০ মার্চ) দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষ-১ (কাঞ্চন) এ অনু‌ষ্ঠিত দিনাজপুর জেলা ক‌রোনা সংক্রমণ প্রতি‌রোধ ক‌মি‌টির জরু‌রি সভায় জেলা প্রশাসক জনাব খা‌লেদ মোহাম্মদ জা‌কির সভাপ‌তি‌ত্বে বি‌কেল ৪.০০ ঘ‌টিকায় অনু‌ষ্ঠিত সভায় এ নির্দেশনা জারি করা হয়েছে।

 

প্রধানমন্ত্রী কার্যাল‌য় থে‌কে দেয়া ১৮ দফা নি‌র্দেশনা পাল‌নে জোর দেয়া হয়। সভার শুরু‌তে দিনাজপু‌রের সি‌ভিল সার্জন ড. আব্দুল কুদ্দুস জেলার ক‌রোনা প‌রি‌স্থি‌তি তু‌লে ধ‌রেন। বর্তমা‌নে ক‌রোনা সংক্রম‌ণের হার ১৪ শতাংস জা‌নি‌য়ে রেড এলার্ট ছুঁতে পা‌রে এমন আশংকা ক‌রেন তি‌নি। ক‌রোনা সংক্রমণ প্রতিরো‌ধে জেলার কে‌ন্দ্রিয় বাজার বাহাদুর বাজার দিনাজপুর বড় মা‌ঠে স্থানান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়। হিন্দু নেতা‌দের সম্ম‌তি‌তে হিন্দু ধর্মাল‌ম্বি‌দের হ‌রিসভা আ‌য়োজন সী‌মিত করা হয়। স্থাস্থ‌্যবি‌ধি যথাযথ প্রতিপাল‌নে ব‌্যাপক প্রচার ও মোবাইল কোর্ট প‌রিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সভায় অনন‌্যা‌দের মা‌ঝে উপ‌স্থিত ছি‌লেন পু‌লিশ সুপার আ‌নোয়ার হো‌সেন, জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান আ‌জিজুল ইমাম চৌধুরী, সি‌ভিল সার্জন, এম. আব্দুর র‌হিম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের প‌রিচালক, এম. আব্দুর র‌হিম মে‌ডি‌কেল ক‌লেজের অধ‌্যক্ষ, জেলা আওয়ামীলী‌গের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, আলতাফুজ্জামান মিতা, চেম্বার অবকমার্সের সভাপ‌তি, সামা‌জিক সংগঠক মোসা‌দ্দেক হো‌সেন, দোকান মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি, বাস মা‌লিক স‌মি‌তি‌রি সভাপ‌তি, শিক্ষা অ‌ফিসার, সামা‌জিক সংগঠ‌নের নেতৃবৃন্দসহ প্রমুখ।