দিল্লিতে সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড


ভারতের রাজধানী দিল্লিতে আজ বুধবার সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন তাপদাহে নাকাল হয়ে ওঠে গোটা শহর। এ ছাড়া রাজস্থান থেকে বাতাসের সঙ্গে ধুলিকণা উড়ে আসতে থাকায় বাতাসের গুণগত মানের অবনতি হয়েছে।

দিল্লিতে বাতাসের গুণাগুণ ‘ভেরি পুওর’ বা খুবই নাজুক ক্যাটাগরিতে রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। খবর এনডিটিভির।

 

আবহাওয়া অধিদপ্তর জানায়, ব্যাপক বৃষ্টিপাত সপ্তাহান্তে তাপমাত্রা আর দূষণ কমাতে পারে।

 

দিল্লির তাপমাত্রা রেকর্ডের দায়িত্বে থাকা দ্য সাফদারজাং অবসারভেটরি এ বছরে শহরটির সর্বনিম্ন তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ৪২.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিল।

ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) বলেছে, গত ২৮ এপ্রিল এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। শহরটির নাজাফগড় ও প্রীতমপুরে পারদ স্তম্ভে তাপমাত্রা ৪৪.১ ডিগ্রি এবং ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াসে এসে দাঁড়িয়েছিল বলে জানায় আইএমডি।

 

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুসারে, বুধবার ২৪ ঘণ্টায় গড়ে বাতাসের গুণগত মানের সূচক ছিল ৩০৫। বৃহস্পতিবার সেখানে এই সূচক রেকর্ড করা হয়েছে ২০৫।