দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে কার্যকরী ও দক্ষ ভূমি প্রশাসন এবং জনগনের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারন জনগনের সাথে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মুহাম্মদ শরিফুল হক এর সাথে সোমবার (৫/১২/২২) দুপুর ২ টার দিকে উজানখলসী ইউনিয়ন ভূমি অফিসে একটি মতবিনিময় ও গনশুনানি অনু্ষ্ঠিত হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল আলম, পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহাবুবা আখতার, উপজেলা ভূমি অফিসের কানুনগো নিশিত কুমার প্রামানিক, উপজেলা ভূমি অফিসের নাজির মনিরুল ইসলাম,
জমা সহকারি আনোয়ার হোসেন, উজানখলসী ইউনিয়ন ভূমি অফিসের তহসীলদার আব্দুল ওয়াহেদ, সহকারি তহসীলদার মন্জুর হাসান, দেবীপুর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম, জেলা প্রশাসক অফিসের অফিস সহায়ক হাসিবুল ইসলাম, গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আঃ আজিজ, আজগর আলী, এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনসাধারন উপস্থিত ছিলেন।