দুর্গাপুরে অবৈধ পুকুর খননের অপরাধে পুকুর মালিকের জেল


দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে অবৈধ ভাবে ফসলি জমিতে পুকুর খনন ও জলবদ্ধতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার সকালে অবৈধ পুকুর খননের অপরাধে উপজেলার গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে পুকুর মালিক আকবর আলীকে ৭ দিনে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) শুভ দেবনাথ এই রায় প্রদান করেন। আকবরের বাড়ি উপজেলার গোপালপুর গ্রামে। তিনি ওই গ্রামের সাদেক আলীর ছেলে। ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী আকবরকে ৭ দিনের এই কারাদণ্ড প্রদান করা হয়।

 

এদিকে এমন অভিযান পরিচালনায় করায় উপজেলা প্রশাসনকে স্বাগত জানিয়েছেন দুর্গাপুর উপজেলার কৃষকসহ সচেতনমহল। এমন অভিযান অব্যাহত থাকবে এমনটাই আশা তাদের।