
সাংসদ ডা. মনসুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা চ্যালেঞ্জ নিয়ে পদ্মা সেতু নির্মাণ করে সমালোচকদের মুখে ছাই দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে সারাদেশের মতো পুঠিয়া-দুর্গাপুরেও ব্যপক উন্নয়ন হয়েছে। যা বিগত যে কোনো সময়ের চাইতে বেশি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পুণরায় আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে দেশবাসীর সহায়তা কামনা করেন তিনি। এছাড়াও আগামী ২৯শে জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীর বিভাগীয় সমাবেশে আগমন উপলক্ষে নানান কর্মসূচীসহ ব্যাপক নেতাকর্মী সমাবেশে যোগদানের কথা ব্যক্ত করেন।
এ দিকে,দুর্গাপুরের স্থানীয় সাংবাদিকদের মান মর্যাদার উন্নয়নে প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণ করার উদ্যোগ সর্ব মহলে প্রশংসা কুড়িয়েছে।
এমপি মনসুর রহমান আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। সমাজের ভালো মন্দের সব খবর উঠে আসে সাংবাদিকদের মাধ্যমে। এ কারনে দেশের উন্নয়নমুলক কাজের সচিত্র প্রতিবেদন তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। পুঠিয়া-দুর্গাপুরের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে এবং উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামীতেও মনোনয়ন পেলে সাধারণ মানুষের সাথে-পাশে নিয়ে কাজ করে যেতে চাই। আশাকরি মাননীয় প্রধানমন্ত্রী সার্বিক দিক বিবেচনা করে এই আসনে পুণরায় আমাকে মনোনয়ন দেবেন বলে আমি আশাবাদী।
দুর্গাপুরে কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, সাংবাদিক সমাজের সভাপতি মোবারক হোসেন শিশির, দুর্গাপুর প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক জুবায়ের তুহিন, প্রচার সম্পাদক রুবেল হক, দপ্তর সম্পাদক মাসুদ রানা তুষার, সদস্য মশিউর রহমান, শাহাবুদ্দিন মোল্লা, শাহীন আলম, মোফাজ্জল হোসেন প্রমূখ।
মতবিনিময় কালে সাংসদ ডা. মনসুর রহমানের সাথে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বাচ্চু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রভাষক আমিনুল হক টুলু, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিব মৃধা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ছালিমুদ্দিন, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান রিপন প্রমূখ।