দুর্গাপুরে নিখোঁজের একদিন পর কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার 


দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের একদিন পরে পানবরজ থেকে আইয়ুব আলী (৪৫) নামের এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার পালশা গ্রামে এ ঘটনা ঘটেছে। আইয়ুব আলী উপজেলার পালশা গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি নাজমুল হক।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, আইয়ুব আলী পেশায় পানচাষী। তাঁর নিজের জমিতে পানবরজ আছে। রোববার দুপুর থেকে আইয়ুব আলী নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে সোমবার নিজ পানবরজ থেকে আইয়ুব আলী মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
স্থানীয় ইউপি সদস্য রুবেল আলী বলেন, আইয়ুব আলী সহজ সরল একজন মানুষ। নিখোঁজের পর পানবরজে মরদেহ দেখে আমরা হতবাক। এলাকায় তাঁর সাথে কোন মানুষের শক্রতার থাকার কথা কখনোই শোনা যায়নি। সোমবার সকালে তাঁর পরিবারের লোকজন প্রথমে পানবরজে মরদেহটি পড়ে থাকতে দেখে আমাকে জানালে বিষয়টি থানা পুলিশকে অবহিত কথা করি।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।