দুর্গাপুরে পুকুর খননের মাটিবাহী ট্রাক্টর উল্টে শিশু নিহত


দুর্গাপুর প্রতিনিধি:  রাজশাহীর দুর্গাপুরে মাটিবাহী ট্রাক্টর উল্টে দুর্গঘটনায় সাগর হোসেন (১১)। বছরের এক শিশু নিহত হয়েছে। জানাগেছে,আজ রবিবার ২৫(এপ্রিল) উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় পুকুর খননের মাটি বহনের সময় মাটিবাহী ট্রাক্টর উল্টে গেলে নিচে চাঁপাপড়ে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।
নিহত স্কুল ছাত্রের নাম সাগর হোসেন (১১)। তিনি মাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়তেন। তাঁর বাবার নাম শহিদুল ইসলাম। এ ঘটনায় সাগরের আরও দুইজন সহপাঠী নাইম ও জাকির আহত হয়েছেন। তাদের বাড়িও একইস্থান জয়কৃঞ্চপুর এলাকায়।
এলাকাবাসী সূত্রে জানাগেছে,উপজেলার জয়কৃঞ্চপুর দক্ষিণপাড়ায় পুকুর খনন চলছিল। পুকুর থেকে মাটিবহন করছিল একটি ট্রাক্টর গাড়ি। মাটিবহনকারী গাড়িতে সাগর সহ তাঁর দুই সহপাঠি নাইম ও জাকির উঠে বসে।
পথিমধ্যে ভাঙা রাস্তায় ট্রাক্টর গাড়িটি উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে সাগর ঘটনাস্থলেই মারা যান। অন্যপাশে বসা অপর দুইজন নাইম ও জাকির আহত হয়।
এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। ট্রাক্টারের চালক পালাতক রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।